প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আশিক বন্ধু : ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় সুইটহার্ট সিনেমাটি মুক্তি পাচ্ছে আজ। সিনেমাটির ‘কেন রে তোর মাঝে ডুবে থাকি সারাক্ষণ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ন। সিনেমাটিতে গানটি দেখা যাবে চিএনায়ক রিয়াজের লিপে। গানটির সুর, সংগীতও করেছেন আহমেদ হুমায়ুন। লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটি ইউটিউব ও ফেসবুকে বেশ সাড়া জাগিয়েছে। রিয়াজ বলেন, গানটি যখন শুনলাম, তখনই আমি হুমায়ুনের কন্ঠ ও মিউজিকের প্রেমে পড়ে গেলাম। তার ভবিষ্যৎ উজ্জ্বল। খুব চমৎকার গান ও সুর করেছেন আহমেদ হুমায়ুন। আহমেদ হুমায়ুন বলেন, রিয়াজ ভাইয়ের প্রশংসা আমার জন্য বিশাল সম্মানের। তিনি অনেক বড় মাপের একজন অভিনেতা। তার মুখে প্রশংসা শুনে নিজেকে ধন্য মনে হচ্ছে। ভাল কাজের প্রশংসা পেলে, সাহস ও কাজের গতি বেড়ে যায়। রিয়াজের এ প্রশংসা আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে। উল্লেখ্য, আহমেদ হুমায়ুন এ পর্যন্ত ২৫টি সিনেমায় প্লেব্যাক করেছেন। তাছাড়া অসংখ্য সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।