Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিপিপি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর : বাংলাদেশে বৃদ্ধি পাবে সউদী বিনিয়োগ

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সালমান এফ রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম | আপডেট : ১২:১৬ পিএম, ২৯ অক্টোবর, ২০২১

বাংলাদেশে সউদী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব(পিপিপি) বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সউদী বিনিয়োগ বৃদ্ধি পাবে। জানা গেছে, বাংলাদেশে সউদী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের সম্মেলন চলাকালে প্লেনারি হলে অনুষ্ঠিত এক আয়োজনে ২৮ অক্টোবর এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

সউদী আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ ও সউদী সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিজ নিজ পক্ষে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) উপস্থিত ছিলেন।

স্বাক্ষর শেষে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষর এর ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সউদী বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে বলে উল্লেখ করে তিনি সউদী আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। বাংলাদেশে বিদেশী বিনিয়োগের মডেল সম্পর্কে সবাইকে অবগত করে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও যুগোপযোগী চিন্তাধারায় বাংলাদেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধিত হয়েছে। বাংলাদেশ আজ বিদেশী বিনিয়োগের একটি আদর্শ স্থান বলে বিবেচিত হচ্ছে। উপদেষ্টা জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোন সউদী কোম্পানি অগ্রাধিকারমূলক সহায়তা চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সউদী বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ এর সাথে বৈঠককালে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে অনুরোধ জানান। সেসময় সউদী বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে দ্রæত পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন ।



 

Show all comments
  • Md Habib ২৯ অক্টোবর, ২০২১, ১:৩৪ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমে সফলতা সহযোগী হিসেবে মাননীয় উপদেষ্টা সালমান এফ রহমান মহোদয় দেশের উন্নয়ন মূলক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আরও অবদান রাখবেন ইনশাল্লাহ
    Total Reply(0) Reply
  • Sheikh Kamruzzaman Kamrul ২৯ অক্টোবর, ২০২১, ১:৩৪ এএম says : 0
    I pray to Allah Almighty to grant you long life. Amen.
    Total Reply(0) Reply
  • Jahidul Islam ২৯ অক্টোবর, ২০২১, ১:৩৫ এএম says : 0
    আপনার বাস্তব ধর্মী স্বপ্ন দেশ ও জাতীর কল্যাণ বয়ে আনবে। আমরা আছি আপনার সাথে। আপনার প্রতি নিরন্তর শুভ কামনা স্যার।
    Total Reply(0) Reply
  • Md Sipon ২৯ অক্টোবর, ২০২১, ৭:০২ এএম says : 0
    চালিয়ে যান আমরা আপনার পাশে আছি
    Total Reply(0) Reply
  • নাজমুল হাসান ২৯ অক্টোবর, ২০২১, ৭:০৬ এএম says : 0
    খুবই ভালো খবর। সৌদি বিনিয়োগ বাড়লে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা রাখি।
    Total Reply(0) Reply
  • নিজাম ২৯ অক্টোবর, ২০২১, ৭:০৭ এএম says : 0
    সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলায় সালমান এফ রহমান ও বর্তমান সরকারকে কৃতজ্ঞতা জানায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমান এফ রহমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ