Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিওপি ২৬ সম্মেলনে যোগ দেবেন না রানি দ্বিতীয় এলিজাবেথ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

গ্লাসগোর সিওপি ২৬ আবহাওয়া পরিবর্তন সম্মেলনে যোগ দেবেন না রানি দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেসের তরফ থেকে জানানো হয়েছে, ৯৫ বছর বয়সী রানি দুঃখের সঙ্গে জানিয়েছেন তিনি গøাসগো সম্মেলনে থাকতে পারবেন না। চিকিৎসকের পরামর্শ মতো আপাতত উইনসর ক্যাসেলেই বিশ্রাম নেবেন। খবর বিবিসির। রানি না থাকলেও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার ছেলে যুবরাজ চার্লস, রাজকুমার উইলিয়াম ও তার স্ত্রী ক্যাথরিন। ঠিক এক সপ্তাহ আগে প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, আয়ারল্যান্ডের দেশভাগের শতবর্ষ পালন অনুষ্ঠানে যেতে পারছেন না রানি। তখন প্রাসাদ জানিয়েছিল, চিকিৎসক বিশ্রামের পরামর্শ দিয়েছেন রানিকে। এর এক রাত আগেও অবশ্য তিনি বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সম্মানে পার্টি দিয়েছিলেন উইনসরে। তার এক দিন পরেই ব্রিটিশ মিডিয়া থেকে জানা যায়, লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল রানিকে। রাতে সেখানে রেখে দেওয়া হয় তাঁকে। প্রাসাদ কর্তৃপক্ষ সাংবাদিকদের কাছে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে এই মাসে ১৮টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন রানি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ