Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই দিনের সফরে সিলেটে এসেছেন ‘বাংলাদেশ গণঅধিকার পরিষদ’ এর আহবায়ক রেজা কিবরিয়া

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ৩:১৩ পিএম

সিলেটে এসেছেন দেশের নতুন রাজনীতিক দল ‘বাংলাদেশ গণঅধিকার পরিষদ’র আহবায়ক ড. রেজা কিবরিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তার সমর্থকরা। রেজা কিবরিয়ার ব্যক্তিগত কর্মকর্তা শাহাবুদ্দিন শুভ জানান, দুই দিনের সফরে সিলেটে এসেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। আজ বৃহস্পতিবার সিলেটে অবস্থান করবেন তিনি। কাল শুক্রবার সকালে যাবেন গ্রামের বাড়ি হবিগঞ্জে। সেখানে একটি শিরণির আয়োজনে অংশ নেবেন তিনি। এছাড়া অনানুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন রেজা কিবরিয়া। শুক্রবার বিকালের দিকে রেজা কিবরিয়ার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। রেজা কিবরিয়ার সিলেটে অবস্থানকালে তাঁর অনুসারী নেতাকর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া দীর্ঘদিন আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) কর্মরত ছিলেন। ২০১৮ সালে চাকরি থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশে ফেরেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ গণঅধিকার পরিষদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ