নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণকে স্মরণীয় করে রাখলো নামিবিয়া। আসরে প্রথমবার খেলতে এসে বাছাই পর্ব টপকে ঠিকই সুপার টুয়েলভে জায়গা নিলো তারা। আর সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়লো নামিবিয়া। আইসিসি নন টেস্ট প্লেইং দেশ হিসেবে সুপার টুয়েলভে খেলতে এসেই জয় পাওয়া প্রথম দলে পরিণত হলো তারা। গতকাল রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামিবিয়া ৫ বল হাতে রেখেই ৪ উইকেটে হারায় স্কটিশদের।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। ব্যাট করতে নেমে শুরুতেই মহাবিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই টপাটপ তিন উইকেট তুলে নেন নামিবিয়ার পেসার রোবেন ট্রাম্পলম্যান। তবে পরে মাইকেল লিস্কের দৃঢ়তায় স্কটল্যান্ড বড় লজ্জা থেকে বাঁচলো ঠিকই, কিন্তু পুঁজিটা ঠিক লড়াই করার মতো হলো না তাদের। নামিবিয়ার বোলারদের আগুন ঝরা বোলিংয়ে ৮ উইকেটে ১০৯ রানেই আটকে যায় স্কটিশরা। ফলে সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম জয়ের ইতিহাস গড়তে নামিবিয়ার দরকার পড়ে ১১০ রান। স্কটল্যান্ডের ছুঁড়ে দেয়া ১০৯ রানের চ্যালেঞ্জ মোকাবেলায় অবশ্য বেশ দেখেশুনে, ধীরে-সুস্থেই খেলেছে আফ্রিকান দেশ নামিবিয়া। যার ফলে সহজ জয়ই পেয়েছে তারা। চ্যালেঞ্জ মোকাবেলায় নেমে নামিবিয়ার জেজে স্মিথ ২৩ বলে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন। ক্রেইগ উইলিয়ামস করেন ২৯ বলে ২৩। মিকায়েল ফন লিনগানের সংগ্রহ ২৪ বলে ১৮ রান। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে ম্যাচ নিজেদের করে নেয় নামিবিয়া। স্কটল্যান্ডের হয়ে মাইকেল লিস্ক ২ ওভারে ১২ রান দিয়ে নেন ২ উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে চার বলের ব্যবধানে নামিবিয়ার পেসার রোবেন ট্রাম্পলম্যানের শিকারে পরিণত হন স্কটল্যান্ডের জর্জ মুনসে (০), কলাম ম্যাকলিওড (০) আর রিচি বেরিংটনকে (০)। ২ রানে ৩ উইকেট হারায় স্কটিশরা। এরপর ডেভিড ওয়াইজের বলে ক্রেইগ ওয়ালেস (০) এলবিডব্লিউ হলে ১৮ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে স্কটল্যান্ড। দলের এমন বিপর্যয়ের মুখে হাল ধরেন মাইকেল লিস্ক। ম্যাথিউ ক্রসকে নিয়ে পঞ্চম উইকেটে ৩৪ বলে ৩৯ আর ষষ্ঠ উইকেটে ক্রিস গ্রেভসকে নিয়ে ৩১ বলে ৩৬ রানের জুটিতে স্কটিশদের মান বাঁচান এই ব্যাটার। ক্রস ৩৩ বলে ১৯ রানের ধীরগতির ইনিংস খেলে আউট হন। ১৭তম ওভারে লিস্ককে বোল্ড করেন স্মিথ। ২৭ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় গড়া লিস্কের ইনিংসটি ছিল ৪৪ রানের। এরপর মাটি কামড়ে ধরে দলের কোনোমতে ১০০ পার করেন গ্রেভস। ইনিংসের শেষ বলে রানআউট হয়েছেন এই ব্যাটার, ৩২ বলে ২৫ করে। নামিবিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল রোবেন ট্র্যাম্পলম্যান। ১৭ রানে নিয়েছেন ৩টি উইকেট। ১০ রানে ২ উইকেট শিকার জ্যান ফ্রাইলিংকের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।