Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিয়ানমারের ছায়া সরকারের সাথে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

মিয়ানমারের সামরিক শাসন বিরোধী জাতীয় ঐক্য সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলেভান। অনলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে সোমবার দিনগত রাতে জানিয়েছে হোয়াইট হাউস। খবর বার্তা সংস্থা রয়টার্সের। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় ঐক্য সরকারের প্রতিনিধি দুয়া লাশি লা ও জিন মার অংয়ের সাথে বৈঠক করেছেন সলেভান। বৈঠকে সলেভান মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে গণতন্ত্রের পথে দেশটিকে ফেরানোর চলমান উদ্যোগ নিয়ে আলোচনা করেন। মিয়ানমারের সামরিক বাহিনীর সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জ্যাক সলেভান বলেন, ‘অভ্যুত্থানের জন্য জবাবদিহিতার প্রতি সক্রিয় সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।’ চলতি বছরের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রতিবাদ, বিক্ষোভ ও অস্থি’রতায় পঙ্গু হয়ে আছে মিয়ানমার। বেসামরিক প্রতিবাদকারীদের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করছে ও নৃশংসতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দেশটির জান্তা সরকার দেশব্যাপী অস্থি’রতার জন্য বিরোধীদলগুলোর ছায়া সরকারের মিত্র ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে। জাতিসংঘে মিয়ানমার বিষয়ক বিদায়ী দূত বলেছেন, মিয়ানমারের জান্তাকে দেশটির সরকার হিসেবে স্বীকৃতি দিলেও বাড়তে থাকা সহিংসতার অবসান হবে না। সম্প্রতি মিয়ানমারের গণতন্ত্রপšি আন্দোলনকারী কো জিমিকে গ্রেফতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সলেভান। তার মুক্তির জন্য যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেছেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ