Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরস্কার জিতল ফিলিস্তিনি তরুণী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

গাজা উপত্যকার একজন ফিলিস্তিনি নারী ফটোসাংবাদিক সম্প্রতি সেখানকার অবরোধ ও সংঘাতপূর্ণ জীবনকে চিত্রিত করে তোলা ছবির জন্য দুটি ইউরোপীয় পুরস্কার জিতেছেন। জানা গেছে, গাজা উপত্যকার অন্তত পাঁচজন নারী ফটোসাংবাদিক মাঠপর্যায়ে কাজ করছেন। ছবি তোলার ক্ষেত্রে তাদের যে মেধা রয়েছে, সেটা তাদেরকে ইউরোপ এবং সারা বিশ্বের অনেক নারীকে ছাড়িয়ে যেতে সক্ষম করেছে। ২৪ বছর বয়সী ফাতিমা আল-জাহরা শাবাইর সেই পুরস্কার জিতেছেন। তিনি বলেছেন, গাজা উপত্যকার একজন নারী ফটোসাংবাদিক হিসেবে আমি আশা করছি, আমার আন্তর্জাতিক পুরস্কারগুলো অবরুদ্ধ ছিটমহলের অন্যান্য নারীদের উচ্চাকাক্সক্ষা পূরণে উৎসাহিত করবে। গত ২৯ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল উইমেনস মিডিয়া ফাউন্ডেশন থেকে জার্মান আনজা নাইড্রিংহাউস কারেজ ইন ফটো জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছেন শাবাইরল। পুরস্কারটি চালুর পর তিনিই সবচেয়ে কম বয়সী হিসেবে এটি পেলেন। আল-মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ