Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তুর্কি ড্রোন ব্যবহার করল ইউক্রেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

তুরস্কের কাছ থেকে কেনা অত্যাধুনিক বায়রাকতার টিবি-২ ড্রোন প্রথমবারের মতো ব্যবহার করলো ইউক্রেন। মঙ্গলবার দেশটির ডোনবাস এলাকায় রুশ চরমপন্থিদের বিরুদ্ধে সামরিক অভিযানে এ ড্রোন ব্যবহার করা হয়। ইউক্রেনের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এ ড্রোন মোতায়েনের ছবি পোস্ট করেছে। তুরস্ক জুলাই মাসে ইউক্রেন সরকারকে তার প্রথম ব্যাচ ড্রোন সরবরাহ করেছে যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার পথ প্রশস্ত করেছে। সম্প্রতি তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক বায়রাকতার টিবি-২ ড্রোন ও সামরিক যান কিনছে ইউক্রেন। ২০২১-২২ সালের মধ্যে ইউক্রেন ২৪টিরও বেশি বায়রাকতার ড্রোন ক্রয়ের পরিকল্পনা করেছে। বর্তমানে দেশটিতে ১২টি বায়রাকতার ড্রোন রয়েছে। এগুলো ইউক্রেন বিমানবাহিনী ও নৌবাহিনী ব্যবহার করছে। ভবিষ্যতে নিজেদের প্রয়োজনে এ ধরনের ড্রোন নিজেরাই তৈরি করবে বলে ইউক্রেনের সেনাপ্রধান ঘোষণা দেন। দেশটির সেনা কর্মকর্তা ভেলেরিয়ে জালুজনি বলেন, তুরস্ক থেকে শুধু এসব অত্যাধুনিক ড্রোন কিনলেই হবে না, এগুলো যথাযথভাবে চালনাও শিখতে হবে। তুরস্কের কাছ থেকে ২০১৯ সালে প্রথমে ছয়টি বায়রাকতার ড্রোন ক্রয় করে ইউক্রেন। তুরস্কের সেনাবাহিনী ২০১৪ সাল থেকে অত্যাধুনিক এ ড্রোন ব্যবহার করছে। তুরস্ক ছাড়া এ ড্রোনটি ব্যবহার করছে ইউক্রেন, কাতার ও আজারবাইজান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ