নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। বুধবার সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয়ের মোমেন্টাম ধরে রাখতে চায় বাটলাররা।
আবুধাবিতে টাইগারদের বিপক্ষে কোনো ভুল করতে চান না ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জয়ের মোমেন্টাম গুরুত্বপূর্ণ। যেভাবে টুর্নামেন্ট শুরু হয়েছে, সেখানে খুব বেশি ভুল করার জায়গা নেই। প্রথম জয় থেকে আমরা অনেক আত্মবিশ্বাস নিতে পারি।’
২০০৬ সালের ২৮ নভেম্বর ক্রিকেটের শর্টার ফরম্যাট টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাংলাদেশের। এরপর কেটে গেছে ১৫ বছর। এ সময়ে বাংলাদেশ খেলেছে ১১৬টি টি-টোয়েন্টি ম্যাচ। প্রথমবারের মতো টাইগারদের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।
প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহ করে বাটলার বলেন, ‘বাংলাদেশ শক্তিশালী দল। তারা ভয়ংকর। তাদের দলে কিছু অভিজ্ঞ প্লেয়ার আছে এবং আমরা কঠিন চ্যালেঞ্জ আশা করছি।’
বাংলাদেশের বিপক্ষে নিজেদের পরিকল্পনা তৈরি রয়েছে উল্লেখ করে বাটলার বলেন, ‘অবশ্যই আমাদের প্রতিপক্ষ নিয়ে পরিকল্পনা আছে, কিন্তু একই সময়ে আমরা নিজেদের ওপর মনযোগ দিচ্ছি। আমরা দলীয়ভাবে আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাস আমাদের সফলতা পেতে সহযোগিতা করবে।’
বাংলাদেশ সময় বিকেল চারটায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।