Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কংগ্রেস ভাঙছে, সংগঠন নিয়ে চিন্তায় কংগ্রেসনেত্রী সোনিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

জ্বালানী থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, লখিমপুরে কৃষকদের মৃত্যু থেকে ৩৭০ ধারা অবলুপ্তি, সিএএ-এনআরসি- বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ইস্যু রয়েছে। সোচ্চার হচ্ছে কংগ্রেস। কিন্তু, ফল মিলছে না। উল্টে দেশের নানা রাজ্যে ভাঙছে দল। শতাব্দীপ্রাচীন দলের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে। এই অবস্থায় দলের নেতা, কর্মীদের সার্বিকভাবে ঐক্য, শৃঙ্খলার বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। নীতিগত প্রশ্নে রাজ্যস্তরে দলের নেতাদের মধ্যে অনৈক্য ও অসামঞ্জস্যতা রয়েছে বলে স্বীকার করেছেন তিনি। ব্যক্তিগত উচ্চাশার ঊর্ধ্বে উঠে নেতৃত্বকে কাজ করতে হবে বলে বার্তা দেন তিনি।
সোনিয়ার দাবি, রোজই বিজেপি, আরএসএস, সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে জাতীয়স্তরে কংগ্রেস নানা বিষয়ে বিরোধী সুর তোলে। তবে, তা ক্রম সঞ্চারণের নীতি মেনে দলের জেলা, ব্লকস্তরে পৌঁছায় না। প্রদেশ কংগ্রেস সভাপতি, এআইসিসি- সাধারণ সম্পাদকদ ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে এদিন বৈঠক করেন সোনিয়া গান্ধী। সেখানেই সংগঠন নিয়ে প্রশ্ন তুলেছেন নেত্রী।
সোনিয়া গান্ধী বলেছেন, ‘বিজেপি-আরএসএস-এর নোংরা নীতির বিরুদ্ধে আমাদের জোরদার প্রচার করতে হবে। এ লড়াই জিততে দৃঢ়তার সঙ্গে ওদের মিথ্যার মুখোশ মানুষের সামনে খুলে দিতে হবে। দেশের সামনে নানা সমস্যা রয়েছে, সেগুলির বিস্তারিত বিবরণ প্রতিদিন এআইসিসি-র তরফে প্রকাশ করা হয়। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে তা দলের নীচু তলার গিয়ে পৌঁছায় না। নীতিগত প্রশ্নেও রাজ্যস্তরের নেতার মধ্যেও অসামঞ্জস্যতা ও অনৈক্য রয়েছে বলে মনে হয়।’
পাশাপাশি তিনি বলেন, ‘বিজেপি-আরএসএস-এর বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিমূলক প্রচারণামূল প্রচার আক্রমণের অবিরাম মোকাবিলার জন্য অবশ্যই আমাদের কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। এবং জনগণের কাছে কংগ্রেসের মূল নীতি-আদর্শকে তুলে ধরার প্রয়াস চালাতে হবে।’
দলের উন্নতিতে ব্যক্তিগত স্বার্থ ভুলে নেতাদের কাজ করারও নির্দেশ দিয়েছে সোনিয়া গান্ধী। তার কথায়, ‘কংগ্রেসকে শক্তিশালী করতে শৃঙ্খলা এবং ঐক্যের ওপর সব থেকে বেশি জোর দিতে হবে। আমাদের প্রত্যেকের কাছে যা গুরুত্বপূর্ণ হল সংগঠনকে পোক্ত করা। এ জন্য অবশ্যই ব্যক্তিগত উচ্চাকাঙ্খাকে পরিত্যাগ করতে হবে। এর মধ্যেইযৌথ ও ব্যক্তিগত সাফল্য নিহিত রয়েছে।’
আগামী ১লা নভেম্বর থেকে কংগ্রেসের সদস্য সংগ্রহ অভ্যিান শুরু হবে। যেকোনও রাজনৈতিক দলের কাছে আন্দোলন সংগঠিত করার অন্যতম হাতিয়ার তার সদস্যরা বলে জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী। সূত্র : ইন্ডিয়ান এক্সেপ্রেস।



 

Show all comments
  • mosficur rahman ২৭ অক্টোবর, ২০২১, ১০:০৩ এএম says : 0
    নেতৃত্বে পরিবর্তন আনতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ