রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার পূর্ব বনগ্রাম গ্রামে সোহেল হাওলাদার নামের এক আদম বেপারীর খপ্পরে পড়ে ৮ লাখ টাকা হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে তানভির আহম্মেদ নামের এক কলেজ ছাত্রের পরিবার। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি স্টুডেন্ট ভিসা দিয়ে তাকে মালয়েশিয়া নেয়া হলেও ভিসায় এক মাসের মেয়াদ থাকায় সেখানে গ্রেফতার হন তিনি। আর আদম বেপারী সোহেল তাকে ছাড়ানোর কথাবলে তার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয় বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। ঢাকাস্থ মালিবাগের আল সৌরভ ট্রাভেলস এজেন্সির মাধ্যমে তার সাথে উক্ত প্রতারণা করা হয়েছে বলেও ভুক্তভোগী তানভির আহম্মেদের দাবি করে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রতারণামূলক ভিসা দিয়ে পূর্ব বনগ্রাম গ্রামের ইমরান হোসাইনের ছেলে তানভিরকে মালয়েশিয়া নেয় একই গ্রামের জামাল হাওলাদারের ছেলে আদম বেপারী সোহেল হাওলাদার। কিন্তু সেখানে গিয়ে প্রথমে একটি হোটেলে কাজ করলেও ভিসার মেয়াদ একমাস হওয়ায় মালয়েশিয়া পুলিশ গ্রেফতার করে তাকে। আর গ্রেফতারের খবর আদম বেপারী সোহেল ভুক্তভোগী তানভিরের পরিবারকে জানিয়ে সেখান থেকে মুক্ত করার কথা বলে বিভিন্ন সময়ে আরো সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু এরপরও তাকে মুক্ত না করায় তানভিরের পরিবার অন্য একটি মাধ্যমে আরো ৩ লাখ টাকা খরচ করে ৬ মাস পরে ছেলেকে মুক্ত করে দেশে নিয়ে আসে। আর মালয়েশিয়ার জেলে থেকে তানভির চরমভাবে শারীরিক অসুস্থ হয়ে পড়ে। এ ব্যাপারে ভুক্তভোগী তানভীর অভিযোগ করে বলেন, আমার মতো শত শত বেকার যুবকদের সাথে এভাবে আদম বেপারী সোহেল ও তাদের প্রতিষ্ঠান আল সৌরভ ট্রাভেলস এজেন্সি প্রতারণা করে যাচ্ছে। তাদের খপ্পরে পড়ে আজ আমার পরিবার সর্বস্বান্ত। আমি এর ক্ষতিপূরণ ও বিচার দাবি করি। এ ব্যাপারে আদম বেপারী সোহেল হাওলাদার বলেন, তাদের অভিযোগ পুরোপুরি সত্য নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।