রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইল জেলা সংবাদদাতা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরেুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পিডিবিএফ টাঙ্গাইল জেলা উপ-পরিচালকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পিডিবিএফের উপ-পরিচালক হোসনে আরা বেগম, সহকারী পরিচালক মো. হুমায়ুন খান ও মো. শফিকুল আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, এ প্রতিষ্ঠান বাংলাদেশের অবহেলিত মানুষদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৫ হাজার কর্মীসহ তাদের পরিবার রুটি রুজির করছে। কতিপয় স্বার্থান্বেষী মহল মিথ্যা, অপপ্রচার ও বানোয়াট তথ্য প্রকাশ করে যাচ্ছে এবং তাদের সাথে যুক্ত হয়েছে যমুনা টিভির কিছু সাংবাদিক। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। সমাবেশে জেলা ও উপজেলার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।