Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে অসময়ে পরীক্ষামূলক ভুট্টার আবাদ

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে

নীলফামারীর সৈয়দপুরে অসময়ে ইনব্রিড সুইটকর্ণ জাতের ভুট্টার পরীক্ষামূলক আবাদ করা হয়েছে। উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামে সজীব সীড্স নামে একটি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্যোগে ওই প্রদর্শনী প্লট করা হয়। কৃষি বিভাগ সূত্র জানায়, আমাদের দেশে মূলত দুই মৌসুমেই ভুট্টা আবাদ করা হয়। রবি মৌসুমে বাংলা সনের মধ্য কার্তিক থেকে অগ্রহায়ণ মাসের শেষদিন পর্যন্ত ভুট্টার বীজ বপন করা যায়। আর ১ কার্তিক থেকে চৈত্র মাস পর্যন্ত ভুট্টার বীজ বপন করা যায় খরিপ মৌসুমে। সচরাচর কৃষকরা জমিতে সরাসরি ভুট্টার বীজ বপন করে থাকেন। মূলত চারা বপনের ৯০ দিন থেকে ১২০ দিন পর্যন্ত সময়ে ভুট্টা ঘরে তোলা যায়। কিন্তু উপজেলার অসুরখাই গ্রামের সজীব সীড্স নামের প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মো. আহসান-উল-হক বাবু জানান, অসময়ে ভুট্টার চারা জমিতে রোপণ করে ভুট্টা চাষ করা হয়েছে। অর্থাৎ তিনি গত জুন মাসে বীজতলায় প্রথমে ভুট্টার বীজ বপন করেন। পরবর্তীতে বীজতলা থেকে ১২ দিনের চারা তুলে তা রোপণ করেন জমিতে। এতে বিঘাপ্রতি এক কেজি ভুট্টার বীজ ব্যবহার করা হয়েছে। বর্ষার পানিতে জমি কাদা করে তিন ফুট প্রশস্ত বেড তৈরি করা হয়। পরে জমিতে তৈরিকৃত সেই বেডে সারি সারি ভুট্টার চারা লাগানো হয়। একটি চারা থেকে অপর একটি চারার দূরত্ব দেড় ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব এক ফিট করে। ওই কৃষক তাঁর ১০ শতাংশ জমিতে ১২ দিন বয়সের ১ হাজার ৫০টি ভুট্টার চারা রোপণ করেন। যদিও প্রচলিত ভুট্টা গাছে একটি করে ভুট্টার মোচা ধরে। কিন্তু কৃষক আহসান উল-হকের লাগানো গাছে সর্বনি¤œ ২টি এবং সর্বোচ্চ ১০টি ভুট্টার মোচা পাওয়া গেছে। যদিও সব মোচাতে ভুট্টার দানা মেলেনি। কিন্তু তারপর তিনি আশাবাদী যে, আগামীতে সব মোচায় যেন দানা পাওয়া যায় সে প্রচেষ্টা থাকবে তাঁর। তিনি আশানুরূপ ফলন পাওয়ার কথা জানান। সজীব সীড্স নামের প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মো. আহসান-উল-হক বাবু জানান, ইন্টারনেটে কৃষিবিষয়ক ওয়েবসাইট থেকে “অ্যাডোবটিং রেইজড বেড ফ্যারো অ্যান্ড টিঈন প্লান্টেশন টেকনিক” পদ্ধতি খুঁজে পান তিনি। সেটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তা নিয়ে বেশ কিছুদিন ধরে অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি সে অনুযায়ী ইনব্রিড জাতের ভুট্টা চাষাবাদের মনস্থির করেন। যেই চিন্তা, সেই কাজ। তিনি বীজ সংগ্রহে নেমে পড়েন। ঢাকার গীতাঞ্জলী অর্গানিক নামের প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করেন বলে তিনি জানান। এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) কৃষিবিদ মো. হামিদুর রহমান গত ২৫ আগস্ট সজীব সীড্স’র ভুট্টার পরীক্ষামূলক আবাদের প্রদর্শনী প্লট পরিদর্শন করেছেন। তাঁর পরিদর্শনকালে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কৃষিবিদ শাহ্ আলম, রংপুরের তাজহাট কৃষি ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ মো. আফতার হোসেন, সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা ম-ল হিমু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাসুদেব দাস ও আসাদুজ্জামান হাসু প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষক আহসান-উল-হক বলেন, নির্দিষ্ট সময়ের বাইরে অসময়ে ভুট্টা চাষ করে আমি আশাতীত ফলন পেয়েছি। আগামীতে আরো বড় পরিসরে অসময়ে আমি ভুট্টা আবাদ করতে চাই। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) মোছা, হোমায়রা ম-ল হিমু জানান, আহসান-উল-হকের উদ্যোগটি ভালো। তবে তাতে কি পরিমাণ সফলতা আসে সেটিই এখন দেখার বিষয়। আর একজন কৃষকের পরীক্ষামূলক আবাদের মধ্যদিয়ে এর সফলতা এসেছে এটি নিশ্চিত করে বলা যাবে না। প্রয়োজনে আরো কৃষকদের মধ্যে অসময়ে পরীক্ষামূলক এধরনের ভুট্টা আবাদ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈয়দপুরে অসময়ে পরীক্ষামূলক ভুট্টার আবাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ