Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানোরে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়নের (ইউপি) সরকার অনুমোদিত বিসিআইসির সার ডিলার মেসার্স আঞ্জুয়ারা টেড্রার্সের বিরুদ্ধে টিএসপি সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, ওই ডিলার অধিক মুনাফার আশায় টিএসপি কৃত্রিম সার সংকট সৃষ্টি করে বরাদ্দের সার বাইরে বিক্রি করে দিয়েছে। এতে এলাকার কৃষকদের মধ্যে চাপাক্ষোভ ও চরম অসন্তোষ দেখা দিয়েছে। এলাকার কৃষকরা প্রায় দু’সপ্তাহ ধরে ওই ডিলারের কাছে ধর্না দিয়েও টিএসপি সার পাচ্ছেন না। গত দেড় মাস থেকে টিএসপি সারের সরবরাহ নাই বলে কৃষকদের ফেরত পাঠানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাব ডিলার বলেন, মেসার্স আঞ্জুয়ারা টেড্রার্স এখন পরিচালনা করছেন বায়া বাজারের সার ব্যবসায়ী ও প্রসিদ্ধ আলু চাষি আব্দুর রাজ্জাক। তিনি আলু চাষের জন্য কৌশলে অনেক আগে থেকেই বরাদ্দের ডিএপি ও টিএসপি সার মজুদ করছেন। যে কারণে এখানে সারের সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মাস্টাররোল অনুযায়ী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বললে এই অভিযোগের সত্যতা পাওয়া যাবে। জানা গেছে, সরনজাই ইউপির কৃষকরা রোপা আমনের ভরা মৌসুমে প্রয়োজনীয় সময় সার না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। কৃষকরা বলছে স্থানীয় কৃষি বিভাগের দায়িত্ব অবহেলার কারণে এই সার সংকট দেখা দিয়েছে। সরনজাই এলাকার প্রসিদ্ধ কৃষক হাজী মহিবুল ইসলাম (৫০) ও আতাউর রহমান (৪২) বলেন, প্রায় পনেরো দিন ধরে মেসার্স আঞ্জুয়ারা টেড্রার্সে টিএসপি সারের জন্য হন্য হয়ে ঘুরছি, কিন্তু ডিলার সার নাই বলে তাদের ফেরত পাঠাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তানোরের কোথাও সারের কোনো সংকট নেই। তিনি বলেন, ওই ডিলারের কাছে কেনো কোনো টিএসপি সার নাই তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে মেসার্স আঞ্জুয়ারা টেড্রার্সের স্বত্ব¡াধিকারী বলেন, গত আগস্ট মাসে মাত্র ১৬ মেট্রিকটন টিএসপি সার বরাদ্দ দেয়া হয়েছে, ওই সার শেষ হবার পরে এখন পর্যন্ত আর কোনো টিএসপি সার বরাদ্দ না আশায় টিএসপি সারের কিছুটা সংকট দেখা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তানোরে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ