Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশংসায় সাবেক ভারতীয় ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

প্রথমবারের মতো বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে প্রশংসার জোয়ারে ভাসছে পাকিস্তান। পাকিস্তানের এই জয়ে প্রশংসা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটাররাও।
দুর্দান্ত এই জয়ের পরে সাবেক ভারতীয় ক্রিকেটারদের প্রশংসাও কুড়িয়েছে বাবরের দল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পাকিস্তানকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারতীয় দলের ওপর নিজেদের আস্থাও প্রকাশ করেছেন শেবাগ-ল²ণরা।
ভিভিএস ল²ণ বলেন, ‘ভারতের বিপক্ষে বিশ্বকাপে কুফা দূর করার কী দারুণ জয়! পাকিস্তানের জয়ের ভিত শুরুতেই গড়েন শাহীন আফ্রিদি এবং ওপেনাররা আর কিছুই বাকি রাখেননি। বাবর ও রিজওয়ান চমৎকার ব্যাটিং করেছে। বাবর আজম খুবই বিশেষ প্রতিভা। ভারতের সামনে অনেক কাজ বাকি, তবে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে।’
পাকিস্তানের প্রশংসায় করে বীরেন্দর শেবাগ বলেন, ‘পাকিস্তান ভালো খেলেছে। এভাবে জয় সত্যিই সাধারণ। আমি নিশ্চিত ভারতীয় দল আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে।’
ইরফান পাঠান জানান হৃদয় ভাঙার কথা, ‘হৃদয় ভেঙে গেল। আমাদের প্রতিবেশি আজ ভালো খেলেছে। আমি বিশ্বাস করি, ভারত ঘুরে দাঁড়াবে।’
হরভজন বলেন, ‘আজকের দিনটি ভারতের ছিল না। আমি নিশ্চিত, তারা নিজেদের এই ভুল থেকে শিখবে এবং ঘুরে দাঁড়াবে। তবে পাকিস্তানের দুর্দান্ত জয়ের জন্য তাদের প্রশংসায় করতেই হবে। আজ তারাই ভালো দল ছিল।’
সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ভাষায়, ‘যারা যোগ্য তাদের কৃতিত্ব দিতেই হবে। পাকিস্তান আজ ভালো খেলেছে। এটি সম্প‚র্ণ একটি দলগত প্রচেষ্টা ছিল। ভারত কিছুই হারায়নি, এখনো সময় আছে ভুল থেকে শিক্ষা নেওয়ার এবং ঘুরে দাঁড়ানোর।’



 

Show all comments
  • রকিবুল ইসলাম ২৬ অক্টোবর, ২০২১, ৩:২৪ এএম says : 0
    সত্যি প্রসংশা করার মতই খেলা উপহার দিয়েছে পাকিস্তান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ