Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরভজনকে শোয়েবের খোঁচা ওয়াকওভার নেবে না?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

পাকিস্তানের উচিত ভারতকে ওয়াকওভারে জিতিয়ে দেওয়া, ক’দিন আগে শোয়েব আখতারকে এমনটাই বলে কটাক্ষ করেছিলেন হরভজন সিং। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ভারতকে হারিয়েছে পাকিস্তান। ১০ উইকেটে জয় পাওয়ার পর হরভজনের কটাক্ষের জবাব দিয়েছেন শোয়েব। যেখানে তিনি হরভজনকে বলেছেন, ওয়াকওভার নেবে না?
এবারের বিশ্বকাপকে সামনে ‘মওকা মওকা’ শিরোনামে একটি ভিডিও বানিয়েছে স্টার স্পোর্টস। সেই ভিডিও দেখার পর পাকিস্তানকে ওয়াকওভার দিতে বলে মন্তব্য করেছেন হরভজন। যেখানে ভারতের সাবেক এই স্পিনার বলেছিলেন, ‘আমি শোয়েব আখতারকে বলেছিলাম খেলার কোনো মানেই নেই। কেবল তোমাদের উচিত ভারতকে ওয়াকওভার দেয়া। তোমাদের ছেলেরা খেলবে, আবারও হারবে তাতে হতাশ হবে। আমাদের দল অনেক শক্তিশালী। শোয়েব আখতার...তোমাদের কোনো সুযোগ নেই। আমরা তোমাদের উড়িয়ে দেবো।’
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ১০ উইকেটের জয় তুলে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে হারানোর ফলে হরভজনের কটাক্ষের জবাব দিতে ভুল করেননি শোয়েব। ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘ভাজ্জি, হরভজন সিং ওয়াকওভার নেবে না? নেবে না? কি আর করবে একটু বিশ্রাম করো। দিনটা উপভোগ করো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ