বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জের তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের রানীহাট এলাকায় সিএনজি, নছিমন ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র চেকিংয়ের নামে প্রতারণার সময় রেজাউল করিম (৩৪) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটকের পর তাড়াশ থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনসাধারণ।
রেজাউল করিম পার্শ্ববর্তী বগুড়া জেলার শেরপুর উপজেলার পৌর এলাকার খন্দকার টোলা গ্রামের তোতা মিয়ার ছেলে।
ঘটানাটি ঘটেছে রবিবার (২৪ অক্টোবর) সকালে রানীহাট বাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের রানীহাট এলাকায় বিভিন্ন সিএনজি, নছিমন ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র চেকিং এবং টাকা নেওয়া দেখে লোকজনের মধ্যে সন্দেহ হলে তার কাছে গিয়ে পুলিশ সদস্যকে কোন থানায় কর্মরত জানতে চান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রেজাউল করিম, আসলে তিনি কোন পুলিশ সদস্য নন। শেরপুর কাজ করেন। পরে লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানা অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক বলেন, রেজাউল করিম নামে প্রতারক পুলিশ সদস্য আটক রয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।