Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেদের সেরাটা দিতে চায় ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ৮:৩৩ পিএম

উপমহাদেশের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। শুধু উপমহাদেশ বললেও ভুল হবে, ক্রিকেটেরই বড় মহারণ হলো ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই। দুবাইয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে উপমহাদেশের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেট ভক্তদের উত্তেজনা তুমুল। উত্তেজনা ছুঁয়েছে ক্রিকেটারদেরও। তবুও পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলতেই মুখিয়ে আছে ভারত। ম্যাচের আগের দিন যেমনটা জানিয়ে রাখলেন, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

আগামীকাল রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচ শুরু হবে রাত ৮টায়। ম্যাচটিকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনার কিছুটা আভাস দিলেন ভারতীয় অধিনায়ক কোহলি।

পাকিস্তান-ভারত ম্যাচের উত্তেজনা নিয়ে কোহলি বলেন, ‘এই ম্যাচের উত্তেজনা এড়ানো সম্ভব হয় না। পরিস্থিতিটাই এমন। তবে আমরা এমন এক পরিস্থিতিতে আছি, যেখানে আমরা কী করব না করব, তা সম্পূর্ণভাবে আমাদের কাজের ওপর নির্ভর করছে। সেটা হওয়ার জন্য আমাদের যে দল হিসেবে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকতে হবে, সেটাও আমরা বুঝি। যেকোনো ম্যাচ খেলার আগেই আমরা চাপ অনুভব করি। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। যতক্ষণ এটা আমাদের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে যা হচ্ছে তাতে কোনো সমস্যা নেই, এটাই স্বাভাবিক। স্টেডিয়ামের পরিবেশও ভিন্ন থাকে। কিন্তু তাই বলে আমাদের এই ম্যাচ নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে না।’

বিশ্বকাপের পাকিস্তানের চেয়ে পরিসংখ্যানে এগিয়ে ভারত। কারণ এই মঞ্চে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। যদিও এই রেকর্ডকেও পাত্তা দিচ্ছেন কোহলি। পাকিস্তানকে শক্তিশালী মেনেই নিজেদের সেরা খেলাটা খেলার কথা জানালেন তিনি, ‘ম্যাচের আগে আমরা এসব রেকর্ড নিয়ে ভাবি না। রেকর্ড নিয়েও আলোচনা করি না। এসব কথাবার্তায় মনোযোগ নষ্ট করে। আমরা ওসব ম্যাচে ভালো খেলেছি তাই জিতেছি। শুধু রেকর্ডের কথা ভেবে খেলতে নামলে মনে হয় না আমরা জিততাম। এগুলো আরও উল্টো চাপ সৃষ্টি করে। পাকিস্তান সব সময়ই শক্তিশালী দল। পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে ভালো পরিকল্পনা নিয়ে খেলতে হয়। নিশ্চিতভাবে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’

নিজের দল নিয়ে ভারতীয় অধিনায়কের বক্তব্য, ‘আমরা ভারসাম্যপূর্ণ দল। সব দিকেই শক্তিশালী। কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করব, সে ব্যাপারেও আমরা আত্মবিশ্বাসী। সবাই বর্তমানে অনেক টি-টোয়েন্টি খেলছে, আইপিএল খেলে এসেছে সবাই। সবাই ভালো খেলছে। এটা দলের জন্য অনেক ইতিবাচক। এখন পিচে সেটার প্রতিফলন ঘটানো যায় কি না, দেখতে হবে। সবাই আত্মবিশ্বাসী, নিজের ভূমিকা সম্পর্কে সবাই সচেতন, যে ভূমিকা সম্বন্ধে সবাইকে আগেই জানানো হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ