Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রযোজনায় অবিকা গৌর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৮ এএম

অভিনেত্রী অবিকা গৌর তার প্রযোজনায় নতুন ফিল্মের কাজ শেষ করেছেন। ফিল্মটির কাজ শেষ হলেও নাম নির্ধারণ করা হয়নি এখনও। তিনি জানিয়েছেন, প্রযোজকের ভূমিকায় কাজ করার কারণে অভিনয়শিল্পী হিসেবে তার আচরণ আরও বিনয়ী হয়েছে। তার প্রযোজনার ফিল্মটির কাজ সম্প্রতি হয়েছে গোয়াতে, তিনি জানিয়েছেন অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। “আমার প্রযোজনায় প্রথম ফিল্ম বলে আমার অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। আমরা ১০দিন গোয়াতে শুট করেছি। আর পরিবেশ ছিল একেবারে অন্যরকম,” অবিকা বলেন। টিভি সিরিয়াল ‘বালিকা বধূ’তে আনন্দির ভূমিকায় অভিনয় করে শৈশবেই তারকাখ্যাতি লাভ করেন অবিকা। এখন তার বয়স ২৪। অবিকা তার প্রযোজনার ফিল্মটি নিয়ে বিষদ কিছু বলা থেকে বিরত থাকেন। তিনি বলেন, ‘আমার মনে হয় প্রযোজকের দায়িত্ব পালন করা কারণে অভিনয়শিল্পী হিসেবে আমি আরও বিনয়ী হয়েছি এবং এতে মানুষ হিসেবে আমার উৎকর্ষতা হয়েছে। আমি নিজেকে নিয়ে এখন গর্ব বোধ করতে পারছি। আমি এখন আমার ফিল।মটির কাজ শেষ করে এর মুক্তির জন্য প্রতীক্ষায় থাকব।’ অবিকাকে সর্বশেষ দেখা গেছে তেলুগু ভাষায় নির্মিত থ্রিলার ড্রামা ‘নেট’-এ। তাকে আগামীতে তেলুগু ড্রামা ফিল।ম ‘থ্যাঙ্ক ইউ’তে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রযোজনায় অবিকা গৌর

২৪ অক্টোবর, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ