মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৭৫ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে দেশটিতে ৩৭ হাজার ৬৭৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ শনিবার রুশ সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
করোনার সংক্রমণ বাড়ায় আগামী সপ্তাহ থেকে রাশিয়ায় ছুটি শুরু হচ্ছে।
রাশিয়ায় করোনার সংক্রমণ বাড়ার পেছনে জনগণের ভ্যাকসিন না দেওয়ার প্রবণতাকে দুষছে সরকার। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, মাত্র ৩৬ শতাংশ রাশিয়ান এ পর্যন্ত স্পুতনিক টিকার পূর্ণ ডোজ নিয়েছেন।
রাশিয়ায় এ পর্যন্ত করোনায় ২ লাখ ২৯ হাজার ৫২৮ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত ৮২ লাখ ৫ হাজার ৯৮৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।