Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবি কেন্দ্রে ঢাবির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ৫:৩৫ পিএম | আপডেট : ৫:৪০ পিএম, ২৩ অক্টোবর, ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক জানান,
‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন। মোট আসন সংখ্যা ১৫৭০টি। আর রাবিতে ১২ হাজার পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ৮২০৬ জন।

এবার ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ‘ঘ’ ইউনিট পরীক্ষার মাধ্য দিয়ে শেষ হলো ঢাবির এবারের ভর্তি পরীক্ষা। এর আগে ক, খ, চ এবং গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভর্তি পরীক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ