বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবীতে জেলা শহরের টাউনহল মোড়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন সংগঠন।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই মানবন্ধন কর্মসূচী পালিত হয়। স্কুল-কলেজ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
বিভিন্ন সামাজিক সংগঠনের বক্তারা জানান, বাংলাদেশের প্রাচীন জেলার মধ্যে নোয়াখালী জেলা অন্যতম। নোয়াখালীর দক্ষিণাঞ্চলে মেঘনার বুক চিওে একটি বৃহৎ জেলার আয়তনের ভূমি জেগে ওঠেছে। এছাড়া ভবিষ্যত অপার সম্ভাবনা হিসেবে নোয়াখালীতে উজ¦ল সম্ভাবনা রয়েছে। তাই নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মনবাড়ীয়া জেলার সমন্বয়ে নোয়াখালীকে ১০ম প্রশাসনিক বিভাগ হিসেবে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান বৃহত্তর নোয়াখালীবাসী। পরে তারা প্রধান সড়কে এক বিশাল র্যালী করেছে। এই সময় সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, মোরশেদ সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।