Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম সমাজ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে দাঙ্গা এড়ানো গেছে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ১১:৫১ এএম

সম্প্রতি নোয়াখালী, কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুর্গাপূজার সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ শনিবার (২৩ অক্টোবর) সকাল থেকে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি। এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হবার কথা রয়েছে।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্মান্ধ, জঙ্গী ও সন্ত্রাসী হামলা পরিকল্পিত ছিল। হামলাকারীরা হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল। বাংলাদেশের মুসলিম সমাজ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে দাঙ্গা লাগানো সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ