বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের অনশন ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। সমাবেশ থেকে পূজা মণ্ডপ এবং বাড়ি ঘরে হামলাকারীদের গ্রেফতার দাবি করা হচ্ছে। শনিবার নগরীর আন্দরকিল্লা মোড়ের অদূরে সিটি কর্পোরেশন ভবন ও জে এম সেন হল চত্বরের মধ্যখানে সকাল ৬টা থেকে কর্মসূচি শুরু হয়েছে। সাড়ে ১০ টায় সেখানে উপস্থিতি ছিল বিক্ষিপ্ত বিচ্ছিন্ন। নগরীর বিভিন্ন এলাকা এবং মঠ মন্দির থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন খন্ড খন্ড মিছিল করে সমাবেশে আসছেন। ইসকনের লোকজনের উপস্থিতি চোখে পড়ার মতো। দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। ইসকন ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা সমাবেশে আছেন। হিন্দুদের বিভিন্ন সংগঠনের সাথে ইসকনের নানা বিষয়ে বিরোধ থাকলেও বৃহত্তর স্বার্থে তারা এক কাতারে শামিল হয়েছেন। তাদের লক্ষ্য হলো সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ এবং সরকারকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ প্রয়োগ করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।