Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ের জন্য বিশ্বকাপ থেকে মাঝপথে দেশে ফিরে যাচ্ছেন জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ১১:৪৪ পিএম

ইংল্যান্ডের দি হান্ড্রেড, আইপিলে মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচের দায়িত্ব শেষ করেই বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন মাহেলা জয়াবর্ধনে। তবে মাঝ পথে এখন দেশে ফিরে যাচ্ছেন মাহেলা।

সেই জুন মাস থেকে পরিবারের কাছ থেকে দূরে আছেন তিনি। শুধু যে দূরে আছেন তাই নয়। আছেন বায়ো সিকিউরিটি বাবল নামক বন্দি দশায়। এখানে থেকে হাঁপিয়ে উঠেছেন তিনি, সঙ্গে নিজের মেয়েকে দীর্ঘদিন দেখছেন না। তাই বিশ্বকাপের মাঝ পথেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ ব্যপারে মাহেলা জয়াবর্ধনে বলেন, 'এটা কঠিন। আমি গুণে দেখেছি গত জুন থেকে ১৩৫ দিন আমি বায়ো সিকিউরিটি বাবলে আছি, এখন এটির শেষ পর্যায়ে আছি। আমি তাদের বলেছি প্রযুক্তির মাধ্যমে তাদের সঙ্গে যতটুকু সম্ভব যুক্ত থাকব। আমি আশা করি একজন বাবা হিসেবে, আমি আমার মেয়েকে এতগুলো দিন দেখিনি, আমার সত্যিই এখন বাড়ি ফেরা উচিত।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ