Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ৭:২০ পিএম

দেশের শেয়ারবাজার গত সপ্তাহজুড়ে বড় ধরনের মন্দার মধ্য দিয়ে পার করলেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক। সপ্তাহজুড়েই বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল কোম্পানিটির শেয়ার।

ফলে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে ব্যাংক খাতের এ প্রতিষ্ঠানটির শেয়ার। গেল সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৩৮টির। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৬৭ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা ২ দশমিক ৩১ শতাংশ। বাজার মূলধন কমেছে ১০ হাজার ২৬১ কোটি টাকা।

পতনের এ বাজারেই সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৩ টাকা ১০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ২২ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৯ টাকা ১০ পয়সা।

শেয়ার দামে বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৮৯ কোটি ৭৩ লাখ ৩ হাজার টাকা। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২২ কোটি ৪৩ লাখ ২৫ হাজার টাকা।

চলতি বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক। কোম্পানিটি ২০২০ সালের সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের ৪ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।

এদিকে ডিএসইর মাধ্যমে কোম্পানিটি সর্বশেষ চলতি বছরের জুন পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি থেকে জুন পর্যন্ত) ব্যবসায় শেয়ারপ্রতি ৩১ পয়সা মুনাফা হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৪৯ পয়সা।

ডিএসইর তথ্যানুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৭৩ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ১৪ দশমিক শূন্য ৭ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১২ দশমিক ৪৫ শতাংশ।

দাম বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন। গেল সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৪ দশমিক ৯১ শতাংশ। এরপরের স্থানটিতে রয়েছে বেক্সিমকো। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১১ দশমিক ৭৫ শতাংশ।

এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৩০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯ দশমিক ৪৯ শতাংশ, সোনালী পেপারের ৬ দশমিক ৩৬ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৫ দশমিক ৬০ শতাংশ, ফরচুন সুজের ৫ দশমিক ৫৩ শতাংশ, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬৮ শতাংশ এবং জিনেক্স ইনফোসিসের ২ দশমিক ৭৭ শতাংশ দাম বেড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ