Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের সাথে আমাদের রাজনীতিক ও সরকারি সর্ম্পক খুবই দৃঢ়, প্রয়োজনে রোহিঙ্গা ক্যাম্পে ছোঁড়া হবে গুলি, সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ৩:২৭ পিএম

ভারতের সাথে আমাদের রাজনৈতিক, সরকারি সম্পর্ক খুবই দৃঢ়, তবে বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের কারণে অনেক সময় ঝামেলা হয়, এমন মন্তব্য, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। আজ (শুক্রবার) দুপুরে সিলেটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। সকালে বিমানযোগে ঢাকা থেকে সিলেটে এসে পৌঁছান ড. মোমেন। সকাল ১০টার দিকে নগরীর বালুচরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে একটি সভায় যোগ দেন তিনি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে রিজলব-টু-সেইভ লাইভ কার্যক্রম বিষয়ক ওই আলোচনা সভা পর সাংবাদিকদের মুখোমুখি হন ড. মোমেন। গত মঙ্গলবার ভারত তিস্তা ব্যারেজের গাজলডোবা অংশের সবগুলো গেট খুলে দেয়। বাংলাদেশকে কিছু না জানিয়েই গেটগুলো খুলে দেওয়ায় আকস্মিক ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের উত্তরাঞ্চল। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “আজকে ভারতীয় হাইকমিশনের সাথে আলাপ করবেন আমাদের স্বরাষ্ট্রসচিব। একাধিক ইস্যু আছে, সেইসব নিয়ে। পানির বিষয়টি আগে আমাদেরকে জানিয়েছিল কিনা, আমি জানি না। তবে আমাদের দুই দেশের মধ্যে রাজনৈতিক, সরকারি সম্পর্ক খুবই দৃঢ়। কিন্তু বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের কারণে অনেক সময় ঝামেলা হয়। এছাড়া রেহিঙ্গা ক্যাম্পে সংঘটিত ঘটনার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্র কারবার বন্ধে গুলি ছুঁড়া হবে প্রয়োজনে।, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসায় আজ ভোরে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে ৭ জনকে। নিহতরা সবাই ওই ক্যাম্পের এইচ-৫২ ব্লকের ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ' মাদ্রাসার শিক্ষক, ছাত্র বা স্বেচ্চাসেবক। আরও কয়েকজনকে আহত অবস্থায় ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে করা হয়েছে ভর্তি। এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং-১ (ইস্ট) লম্বাশিয়া ক্যাম্পের ডি-৮ ব্লকে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের চেয়ারম্যান মুহিবুল্লাহকে। রোহিঙ্গা ক্যাম্পে অব্যাহত এসব সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে আজ সাংবাদিকরা প্রশ্ন করেন সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমনেকে। জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গতকাল বৃহস্পতিবার¡ একটি বড় সভা অনুষ্টিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে। ড. মোমেন বলেন, “রোহিঙ্গা ক্যাম্প ও রোহিঙ্গা ক্যাম্পের বাইরে যাতে আইনশৃঙ্খলা আরো উন্নত করা যায়, সে নিয়ে একটা বড় সভা গতকালকেই করেছি। এরপর (আজকের) দুর্ঘটনা, খুবই আতঙ্কের বিষয়।” মুহিবুল্লাহ হত্যা এবং আজকের ঘটনার পেছনে যোগসাজশ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, “বিভিন্ন লোকে বলছে যে, ওখানে ড্রাগের ব্যবসা হয়...আর কেউ কেউ তথ্য দিয়েছে, কিছু উইপেন, কিছু বন্দুক-টন্দুকও আনা হয়। এসব নিয়ে কালকে আলোচনা করেছি আমরা। আমার প্রস্তাব হলো, এই ড্রাগ ও অস্ত্র পুরোপুরি বন্ধ করার জন্য প্রয়োজনে গুলি ছুঁড়তে হবে। এছাড়া তিনি বলেন, “অনেক লোক (মায়ানমারে) ফেরত যেতে চায় না, তারা হয়তো এসব অঘটন ঘটাচ্ছে। আমি ঠিক জানি না, তবে জানতে হবে।”

 



 

Show all comments
  • ɱd ɱonir ২২ অক্টোবর, ২০২১, ৮:৩৮ পিএম says : 0
    এখানে আমাদের বলতে মোমেন বুঝিয়েছে ওর দল আওয়ামী লীগকে জনগণকে নয়। এর আগেও বলেছিল ভারতের সঙ্গে নাকি ওদের রক্তের সম্পর্ক।উপর ওয়ালাই ভালো জানেন কোথাকার জল কোথায় গিয়ে পড়ে
    Total Reply(0) Reply
  • লোপা ২২ অক্টোবর, ২০২১, ৮:৩৯ পিএম says : 0
    যারা ফেরত যেতে চায় না তারই এসব করবে।দুদিনে অবৈধ ব্যবসা করে কোটিপতি হবে আর এক কোটি ঘুষ দিয়ে নাগরিকতা নিবে,আর কি লাগে!
    Total Reply(0) Reply
  • Md MizanurRahman Mizan ২২ অক্টোবর, ২০২১, ৮:৩৯ পিএম says : 0
    Our Not You but
    Total Reply(0) Reply
  • Muhammad Shofiul Alam ২২ অক্টোবর, ২০২১, ৮:৩৯ পিএম says : 0
    তিস্তার ৪৪ সুইচ গেটের খবর মন হয় রাখেন না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ