Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধর মামলা তুলে নিতে হুমকি ও পাল্টা মামলা

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গলাচিপা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা

গলাচিপায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ নিয়ে ক্ষতিগ্রস্তরা থানায় মামলা করলে মামলা তুলে নেয়ার জন্য সন্ত্রাসীরা বিভিন্ন হুমকি-ধামকিসহ পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দায়ের করেছে। গলাচিপা থানার মামলা সূত্র ও এলাকায় সরেজমিন ঘুরে জানা গেছে, উপজেলার গজালিয়া গ্রামের সন্ত্রাসী মো. সালাউদ্দিন খলিফা (৩০) একই এলাকার আবুল কালামের মেয়ে গজালিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী সায়মা বেগমকে প্রায়ই স্কুলে আসা-যাওয়ার পথে অশ্লীল আচারণ করত। বিভিন্ন সময় মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল ভিডিও চিত্র দেখাত। এ নিয়ে সায়মার মা হোসনেয়ারা বেগম প্রতিবাদ করলে সন্ত্রাসী সালাউদ্দিনের নেতৃত্বে সাইদুল, ফরহাদ, শাহালম হোসনেয়ারাকে গত ৩ অক্টোবর সোমবার উপজেলার গজালিয়া বাজারে বসে বেধরক মারধর করে। এ ঘটনায় হোসনেয়ারা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করে। সন্ত্রাসীরা ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করতে এই মামলার ৩নং আসামি সন্ত্রাসী ফরহাদের মা ফাতেমা বেগমকে বাদী করে ওই মামলার ২নং সাক্ষী নিবির হাওলাদার ও হোসনেয়ারা বেগমের ছেলে মিঠু সর্দারকে আসামি করে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলা দায়ে করে। বিজ্ঞ বিচারক স্থানীয় চেয়ারম্যানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। এদিকে এলাকাবাসী উক্ত বখাটেদের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহরের দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধর মামলা তুলে নিতে হুমকি ও পাল্টা মামলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ