Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় মাছ ধরতে গিয়ে দুই ছাত্র নিখোঁজ

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারঘোড়াপাখিয়া এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবিতে ২ স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই ছাত্র উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামের আনারুলের ছেলে টনি (১৬) ও একই গ্রামের বকুলের ছেলে রিংকু (১৭)। তারা দুইজনেই রানীহাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। নিখোঁজদের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ৫ জনের একটি দল পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এ সময় খরস্রোতে পড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। এতে ৩ জন সাঁতরিয়ে কিনারে উঠলেও রিংকু ও টনি নিখোঁজ হয়ে যায়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজের খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মায় মাছ ধরতে গিয়ে দুই ছাত্র নিখোঁজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ