Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাথর বোঝাই ট্রাক উল্টে নিহত ২

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা

দিনাজপুরের নবাবগঞ্জে মতিহারা পরাণদিঘি নামক স্থানে পাথর বোঝাই ট্রাক উল্টে গিয়ে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো- কিশোরগঞ্জ জেলার কালিয়া গ্রামের আব্দুল রহমানের পুত্র মোঃ শাহজাহান (২৬) ও একই গ্রামের তাজু মিয়ার পুত্র আব্দুল মান্নান (৩০)। নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মোঃ তৌহিদ জানান, ঠাকুরগাঁও থেকে পাথর নিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা যাওয়ার পথে নবাবগঞ্জের মতিহারা পরাণদিঘি নামক স্থানে রাস্তার পাশে একটি ডোবায় ট্রাকটি উল্টে যায়। ট্রাকের উপর থাকা পাথরের চাপায় ঘটনাস্থলেই মান্নান ও শাহজাহান মারা যায়।
বেওয়ারিশ কুকুর নিধন
ফুলবাড়ীতে পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় দুই দিনব্যাপী বেওয়ারিশ কুকুর নিধন অভিযান গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। সরেজমিন দেখা যায়, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে কুকুর নিধন অভিযান। আর এই কুকুর নিধনের জন্য পিকআপ নিয়ে পৌরসভার একটি টিম কাজ করছে। তারা বেওয়ারিশ কুকুর দেখলেই গাড়ি থেকে নেমে কুকুর আটকানোর বিশেষ ধরনের যন্ত্র দিয়ে আটকিয়ে ইনজেকশন প্রয়োগের মাধ্যমে মেরে ফেলে। পৌর এলাকার সচেতন লোকজন বলছেন, বিগত দীর্ঘদিন ধরে পৌর শহরে কুকুরের উপদ্রপ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। রাতে শহরের অলি-গলি দিয়ে কুকুরের আতংকে সাধারণ মানুষের পথ চলা মুশকিল হয়ে পড়েছে। এ বিষয়ে পৌর মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, কুকুরের উপদ্রব এত বেশি হয়ে গেছে যে, দল বেঁধে একসাথে থাকা এসব কুকুর একটি আর একটিকে কামড়াচ্ছে। আবার স্কুলগামী ছোট ছোট বাচ্চারা স্কুল যেতে ভয় পাচ্ছে সবমিলে একটি ভয়ংকর পরিবেশ তৈরি হয়েছে। তাই শহরে কুকুরের উপদ্রব থেকে রক্ষা পেতে এই অভিযান চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাথর বোঝাই ট্রাক উল্টে নিহত ২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ