Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুরিকাঘাতে খুন কলেজছাত্র

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ১২:০৮ এএম

ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে আরিফুল ইসলাম রাহাত (১৮) নামের এক কলেজছাত্র খুন হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহত রাহাতের চাচাত ভাই রাফি। নিহত রাহাত দক্ষিণ সুরমা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে দক্ষিণ সুরমা কলেজ ছাত্রলীগ কর্মী ও দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী সাদি নামের একজনকে। সাদির বাড়ি শিলাম এলাকায়।

নিহত রাহাতের চাচাত ভাই রাফি জানায়, রাহাত প্রাইভেট পড়তে যাবে। আমিও তখন তার মোটরসাইকেলে ছিলাম। যাবার আগে এক বন্ধুর সাথে দেখা করতে কলেজের ভেতর যায়। কলেজ থেকে বের হয়ে মূল গেটের সামনে আসা মাত্র সাদি নামের একজন পেছন থেকে অপর মোটরসাইকেলে করে এসে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার ইনকিলাবকে বলেন, চুরিকাঘাতে এক কলেজ ছাত্র খুন হয়েছে। কি কারণে খুন হয়েছে তা এখনও জানা যায়নি। তবে আসামি গ্রেফতার হলেই রহস্য বেরিয়ে আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাতে খুন কলেজছাত্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ