রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টঙ্গী সংবাদদাতা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, কাওমী সনদের স্বীকৃতির নামে আলেম ওলামাদের সরকারের গোলাম বানানোর ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না। তিনি বলেন, কওমী সনদের স্বীকৃতি দিতে হলে দেওবন্দ দারুল উলুমের আদলে দিতে হবে। নচেৎ ইসলামপ্রিয় তৌহিদী জনতাকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। তিনি গত বৃহস্পতিবার বিকেলে টঙ্গীতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের এক সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ছাত্র জমিয়ত গাজীপুর মহানগরীর আহ্বায়ক সোহাইল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ নাসির উদ্দিন খান, মজিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সাংগঠনিক সম্পাদক আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা নাজমুল হাসান, কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও গাজীপুর জেলা সভাপতি মুফতি মাসউদুল করীম, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা জয়নাল আবেদীন, ছাত্র জমিয়ত গাজীপুর জেলা সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসাইন প্রমুখ। সম্মেলনে সোহাইল মাহমুদকে সভাপতি ও বশির আহমাদকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্যবিশিষ্ট ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর গাজীপুর মহানগরীর নতুন কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।