Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা

জয়পুরহাট সদর উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহতরা হলে হাঁটুভাঙ্গা গ্রামের আলেছ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ ও তার স্ত্রী নাসিমা পারভীন। সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, রাতের কোন এক সময়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাছিমাকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আব্দুল হামিদ নিজে গলায় দড়ি দিয়ে তাদের শয়ন কক্ষে আত্মহত্যা করে। স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণে প্রতিদিনই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো বলেও তিনি জানান। খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটি হয় এবং এক পর্যায়ে আব্দুল হামিদ তার স্ত্রী নাসিমা পারভীনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিজেও ঘরের তালার (ছাদের) বাঁশের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ