Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ৪:৫৭ পিএম

কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া এলাকায় বস্থিত লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদী থেকে আনুমানিক (৩০) বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

২১ অক্টোবর ভোর ৬ টার সময় স্থানীয়রা কালী নদীতে লাশ ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

তবে প্রাথমিকভাবে লাশ এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। সাধারন জনগন ধারনা করছেন ২/৩ দিন ধরে লাশটি নদীতে ডুবে ছিলো আজ ভেসে উঠেছে।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের সাথে মুঠোফোনে মাধ্যমে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ দেখতে পায়। তবে লাশের এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশের উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ