Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘ঢাকা ড্রিম’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ২:১০ পিএম

অবশেষে আগামীকাল মুক্তি পাচ্ছে নির্মাতা প্রসূন রহমানের সিনেমা ‘ঢাকা ড্রিম’। আভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় ঢাকামুখি প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত ‘ঢাকা ড্রিম’। আগামীকাল শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর প্রধান প্রধান প্রেক্ষাগৃহ সহ বেশকিছু প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির ক্ষণ গুনছে। সিনেমাটি ২০১৬ সালে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে পরিচালক প্রসূন রহমান বলেন, ‘আমরা আপাতত অত্যাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে ‍মুক্তি দিচ্ছি। তবে কিছু সিঙ্গেল স্ক্রিনের কথাও আমাদের পরিকল্পনায় আছে। দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়ানো হবে বলে আশা করছি।’

জানা গেছে, রাজধানীর স্টার সিনেপ্লেক্স এর দুই শাখা, যমুনা ব্লকবাস্টার ও শ্যামলী সিনেমা হল সহ নারায়ণগঞ্জের সিনেস্কোপ -এ ইতোমধ্যে ‘ঢাকা ড্রিম’ মুক্তি চূড়ান্ত হয়েছে। তবে মোট কতোটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে, সেটা এখনো চূড়ান্ত হয়নি।

প্রসূন রহমানের ভাষ্যে ‘ঢাকা ড্রিম’ হলো, ‘আমরা তো ঢাকায় আসি দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তাদের একেক জনের একক রকম কারণ। আমরা সিনেমাটি করার আগে শতাধিক মানুষের সাক্ষাৎকার নিয়েছিলাম। সেখানে জানতে চেয়েছিলাম তাদের ঢাকায় আসার কারণ এবং আমরা অদ্ভুত সব কারণ পেয়েছি। সেখান থেকে উল্লেখযোগ্য দশটি কারণ, তাদের সংকট-সংগ্রাম নিয়ে এ সিনেমাটি করা। আগামীকাল যিনি ঢাকায় আসবেন তার আজকের দিনটি কেমন, কেন, কোন আশায়, কোন প্রেক্ষাপটে তিনি ঢাকায় আসছেন, সেটি আমরা ক্যামেরায় তুলে আনার চেষ্টা করেছি।’

২০১৬ সালে বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মাধ্যমে ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের কাজ শুরু করেন প্রসূন রহমান। চলতি বছরের মার্চে এটি ছাড়পত্র পায়। ৮ অক্টোবর আসে এর ট্রেলার। ছবিতে আছে অনেক চরিত্র- যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শো-এর প্রতিযোগী ও নদী ভাঙনে গৃহহারা পরিবারের ছায়া। যাদের প্রত্যেকেই গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখছেন। ‘ঢাকা ড্রিম’ সিনেমা যে স্বপ্নের কথা বলবে, সে স্বপ্ন পর্দায় দেখানো হলেও তা দেখতে বাস্তবের চেয়েও কঠিন, তেমনটাই জানিয়েছেন সিনেমার অভিনয়শিল্পীরা।

‘ঢাকা ড্রিম’ সিনেমায় আয়নাল ফকির নামের রহস্যময় এক অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, শাহাদাত হোসেন, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, শাহরিয়ার সজীব, নাইরুজ সিফাত, ইকবাল হোসেন, সুজাত শিমুল, আরশ খান, সায়মা নীরা‌ এবং প্রয়াত এসএম মহসীন সহ আরো অনেকে। চলচ্চিত্রটির সংগীতায়োজনে রয়েছেন বরেন্য শিল্পী কুমার বিশ্বজিৎ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ