বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২০ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত 'গুচ্ছ ভর্তি পরীক্ষা'র বিজ্ঞান বিভাগের ‘ক’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ ৯৫ নম্বর উঠেছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় প্রথমস্থান অর্জন করা শিক্ষার্থীর নম্বর ৯৫। আর সর্বোনিম্ন মাইনাস ১০। এই ওয়েবসাইটে https://gstadmission.ac.bd/ ফলাফল আপলোড করা হয়েছে। এখান থেকে যে কেউ চাইলে পরীক্ষার ফলাফল জানতে পারবে।
গত ১৭ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্তের ২৬ টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।