Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শক হট্টগোলের শাস্তি পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ১২:১১ এএম

গত ১১ জুলাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে দর্শকদের বিশৃঙ্খলার জন্য শাস্তি পেয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ঘরের মাঠে উয়েফা প্রতিযোগিতায় নিজেদের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে ইংল্যান্ডকে।
আরেকটি ম্যাচের জন্যও একইরকম নিষেধাজ্ঞা জারি করেছে উয়েফা। তবে তা আগামী দুই বছরের জন্য স্থগিত থাকবে। পাশাপাশি এফএ-কে এক লাখ ইউরো জরিমানা করার কথা গতপরশু বিবৃতিতে জানায় উয়েফা। এক বিবৃতিতে এফএ বলেছে, এই রায়ে তারা হতাশ, তারপরও উয়েফার সিদ্ধান্ত তারা মেনে নিয়েছে।
ইউরোর ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ইতালি। টিকেট ছাড়াই ওয়েম্বলি স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিল কিছু দর্শক। এসময় তাদের সঙ্গে দায়িত্বরত নিরাপত্তারক্ষী এবং পুলিশের সংঘর্ষ হয়। অন্তত শতাধিক মানুষ টিকেট ছাড়াই স্টেডিয়ামে ঢুকে পড়েছিল। অনেককে আটক করেছিল পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ