মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রবল বর্ষণে বন্যায় ভাসছে রাস্তা, তার মধ্যেই রান্নার ডেকচিতে চড়ে বিয়ে করতে মন্দিরে গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের কেরালার এক যুগল। বিবিসি লিখেছে, সোশাল মিডিয়ায় ভেসে বেড়ানো তাদের ওই ছবি একটু হলেও আনন্দ দিয়েছে ভারি বৃষ্টি, বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত এ রাজ্যের অনেককে। গত কয়েকদিনের টানা বর্ষণে নদ-নদীর পানি বেড়ে কেরালায় তলিয়ে গেছে সেতুসহ বহু রাস্তাঘাট। পানিবদ্ধতার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজ্যের অনেক গ্রাম এবং শহর। কিন্তু সেজন্য সোমবার বিয়ের শুভলগ্নটি পেছাতে চাননি থালাভাদি গ্রামের আকাশ আর ঐশ্বরিয়া; চেঙ্গাননুরের একটি হাসপাতালে তারা দুজনেই স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন। গ্রামের যে মন্দিরে তারা শুভকর্ম সেরেছেন, সেটাও ছিল আংশিক ডুবেছিল। আর মন্দিরে পৌঁছানোর রাস্তায় কোমর পানি। তাই বাড়ির পাশের এক মন্দির থেকে বিশাল এক অ্যালুমিনিয়ামের ডেকচি ধার করে এনে বিয়ের সাজে সেজে তাতে চেপে বসেন আকাশ-ঐশ্বরিয়া। বর আকাশ বলেছেন, কদিন আগেই তারা বিয়ের দিনক্ষণ ঠিক করেছিলেন। লগ্ন পিছিয়ে দিলে কাজের চাপে আবার কবে বিয়ের সুযোগ পেতেন তার কোনো নিশ্চয়তা ছিল না। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।