মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে কভিড-১৯ টিকা সনদে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি, একারণে ক্ষুব্ধ এক নাগরিক শরণাপন্ন হয়েছেন আদালতের। জানতে চেয়েছেন, কেন টিকা কার্ডে থাকবে প্রধানমন্ত্রীর ছবি? এ ঘটনা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, পিটার এম নামে ওই ক্ষুব্ধ ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিবিহীন টিকা সনদ চান। তথ্য অধিকার কর্মী ও বিরোধী দল কংগ্রেসের সদস্য ৬২ বছর বয়সী পিটারের দাবি এটি মৌলিক অধিকারের লংঘন। তিনি বলেন, আমার সনদে তার ছবি থাকা ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে এক ধরনের অনুপ্রবেশ। তিনি প্রধানমন্ত্রীকে এ ধরনের লজ্জাজনক ভুল না করার অনুরোধ করেন। পিটার বিবিসিকে বলেন, নরেন্দ্র মোদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী নন। ভারতে তিনিই প্রথম টিকা কর্মসূচি শুরু করেছেন তাও নয়। এছাড়া টিকা প্রতি খরচ করতে হয়েছে ৭৫০ রুপি। তাহলে কেন আমার সনদে প্রধানমন্ত্রীর ছবি থাকবে, প্রশ্ন তোলেন পিটার। কোট্টোভান জেলার বাসিন্দা পিটার এম বলেন, এটা গণতন্ত্রের সঙ্গে চলতে পারে না। কেরালার আদালতে এ বিষয়ের শুনানি হওয়ার কথা আগামী সপ্তাহে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইস্যু করা করোনা সনদে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি নরেন্দ্র মোদির ছবির সাথে দুটি বার্তা দেয়া হয়েছে। একটি ইংরেজিতে, অপর বার্তাটি দেয়া হয়েছে স্থানীয় ভাষায়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।