মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন। তার পরিবার বলেছে, কোভিড-১৯ সংক্রান্ত জটিলতায় কলিন পাওয়েল মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে কলিন পাওয়েল ২০০১ সালে যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রো-আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হন। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ।
কলিন পাওয়েলের পরিবারের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এমন একজনকে হারিয়েছি যিনি একাধারে ছিলেন একজন স্নেহময় বাবা, স্বামী, পিতামহ এবং মহৎ আমেরিকান। করোনা থেকে সুরক্ষায় তিনি দুই ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন। তার চিকিৎসায় যুক্ত চিকিৎসাকর্মীদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
গণবিধ্বংসী অস্ত্র মজুদের অভিযোগে ২০০৩ সালে ইরাক আক্রমণের পক্ষে বিশ্ব জনমত তৈরির চেষ্টার প্রথম সারির মুখ ছিলেন কলিন পাওয়েল। সূত্র : বিবিসি বাংলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।