প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এ সপ্তাহে মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েশনসের প্রযোজনায় ও বসুন্ধরা এলপি গ্যাসের সহযোগিতায় নির্মিত সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। রাজধানীর স্টার সিনেপ্লেলেমহর বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার মিরপুর, এসকেএস টাওয়ার মহাখালী, যমুনা ব্লকবাস্টার ও সিনেস্কোপ নারায়ণগঞ্জে সিনেমাটি মুক্তি পেয়েছে। এসব সিনেমা হলের দর্শক সিনেমাটি দেখে এর নির্মাণশৈলী, গল্প, অতীতের পটভূমি, নাটকীয় উপস্থাপনা তাদের মুগ্ধ করেছে বলে জানান। অনেকে মন্তব্য করেন, এমন ভালো সিনেমা দেশে নিয়মিত তৈরি হলে, বহির্বিশ্বে বাংলাদেশের সিনেমার মুখ উজ্জ্বল হবে। সিনেমাটিতে চন্দ্রাবতীর জীবনী দেখানোর সঙ্গে সঙ্গে সিনেমাতে ওই সময়ের সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট, ঘটনা এবং পারফরম্যান্স স্টাইলও উঠে এসেছে। বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং অসম্পূর্ণ রামায়ণ তার অন্যতম সৃষ্টি। তবে তার সৃষ্টির চেয়ে তার জীবনের নানা নাটকীয় এবং বিয়োগান্তক ঘটনাবলী বেশি আলোচিত। ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটি। সিনেমাটি সরকারি অনুদাপ্রাপ্ত হলেও সার্বিক নির্মাণের স্বার্থে ৩ বছর আগে এর সহযোগিতায় এগিয়ে আসে বসুন্ধরা এলপি গ্যাস। বসুন্ধরা এলপি গ্যাস সবসময় সবধরনের কার্যক্রমের সাথে থেকেছে এবং বিনিয়োগ করেছে। সুস্থধারার সিনেমা যেন সগৌরবে প্রেক্ষাগৃহে ফিরে আসে এবং সুস্থধারার দর্শকও যেন উপকৃত হন, সেই আশাতেই ‘চন্দ্রাবতী কথা’র সাথে সম্পৃক্ততা ব বলে বসুন্ধরা এলপি গ্যাস কর্তৃপক্ষ জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।