Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলি ফজলের সঙ্গে সম্পর্কের পরিণতি নিয়ে মন্তব্যকারীদের সমালোচনায় রিচা চাধা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

অনেক দিন ধরেই অভিনেতা আলি ফজলের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী রিচা চাধা। তারা এর মধ্যে বিয়ের পরিকল্পনা করতে শুরু করেছেন। তা দেখে এক টুইটার ইউজার জানতে চেয়েছে তাদের বিবাহবিচ্ছেদ কবে হচ্ছে। রিচা এই টুইটার ইউজারকে জবাব দিয়েছেন : “সর্বেশ, আমার কথা ভুলে যাও, কেউ তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করতে চায় না বলে কি তুমি পাগল হতে চলেছ? তোমার ক্ষেত্রে মেয়েটিই বোধ হয় যৌতুক চাইছে। তোমাকে তো দেখতে ভাল দেখায়ই না তার ওপর তুমি নির্বোধ আর দরিদ্র, তাই না? তোমার মা মনে হয় এলপিজি ছেড়ে এখন মাটির চুলায় রাঁধতে শুরু করেছে। আপনার জন্য দুঃখ প্রকাশ করছি। কী ধরণের আবর্জনাকে দুনিয়ায় এনেছেন আপনি? এই বেকার আর করুণার পাত্রটি শুধু এখানেই কথা বলতে পারে।” ‘ফুকরে’ ফিল্মের সেটে আলি আর রিচার প্রথম সাক্ষাত হয়। গত এপ্রিলে তাদের বিয়ে হবার কথা ছিল। করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়। কিছুদিন আগে আলির মা মারা গেছেন। তবে আলি সামলে নিয়েছেন। দুই ধর্মাবলম্বীর মাঝে সম্পর্ক নিয়ে তাকেও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। রিচা এক সাক্ষাতকারে বলেছেন,” আলি আমার পরিবার থেকে আর আমি তার পরিবার থেকে অনেক ভালবাসা পাই তাতে যারা ভালবাসা পায় না তাদের জন্য দুঃখ বোধ করি। অন্যের সম্পর্ক নিয়ে যাদের সমস্যা হয় তাদের জন্যও আমার কষ্ট হয়।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ