Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাব্বির স্বর্ণপদক জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ৬:৩৮ পিএম

শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন শ্যুটিংয়ে প্রথম বাংলাদেশি শ্যুটার হিসেবে স্বর্ণপদক জয় করেছেন রাব্বি হাসান মুন্না। এছাড়া নারীদের বিভাগে সৈয়দা আতকিয়া হাসান রৌপ্য ও শাকিল আহমেদ ব্রোঞ্জপদক জিতে নেন। সোমবার বাংলাদশে শ্যুটিং স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬২৬.৮ পয়েন্ট স্কোর সোনা জেতেন রাব্বি। এই ইভেন্টে ৬২৬.৩ স্কোর করে ইউক্রেনের ভিয়াতো¯্রাব হাতজি রুপা ও কাজাখস্তানের উসেনভ ইসলাম ৬২৫.৪ স্কোর করে ব্রোঞ্জপদক পান। নারীদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬২৩.৩ স্কোর করে রৌপ্য জেতেন বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান। কাজাখস্তানের ইয়েলিজাভেতা বেজরোকভা ৬২৯.৬ স্কোরে স্বর্ণ এবং বাহরাইনের সাফা আলদোসেরি ৬২২.৯ স্কোরে ব্রোঞ্জপদক জয় করেন। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ৫৭১ স্কোর করে বাংলাদেশের শাকিল আহমেদ ব্রোঞ্জপদক জেতেন। এই ইভেন্টে কাজাখস্তানের ইরো¯্রাব মাখনিয়ভ ৫৭৫ স্কোর করে স্বর্ণ এবং একই দেশের ভ্যালিরি রাখিমজান ৫৭২ স্কোর করে রুপা জেতেন। নারীদের ১০ মিটার এয়ার পিস্তলে ইউক্রেনের যুলিয়া করস্তিলোভা ৬৭৭ স্কোর করে স্বর্ণ, কাজাখস্তানের ইরিনা লখতিয়নোভা ৫৬৮ স্কোর করে রৌপ্য এবং সিঙ্গাপুরের আমান্দা হো ৫৬২ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জপদক জিতে নেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ