নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ-ইংল্যান্ড, ৩য় ওয়ানডে
জহুর আহমেদ (চট্টগ্রাম), টস : ইংল্যান্ড
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
তামীম ক ভিন্স ব রশিদ ৪৫ ৬৮ ৫ ০
ইমরুল ক ডসন ব স্টোকস ৪৬ ৫৮ ৪ ১
সাব্বির ক বাটলার ব রশিদ ৪৯ ৪৬ ৫ ০
মাহমুদুল্লাহ ক বেয়ারস্টো ব রশিদ ৬ ৭ ০ ১
মুশফিক অপরাজিত ৬৭ ৬২ ৪ ১
সাকিব স্ট্যাম্প ব মঈন ৪ ১০ ০ ০
নাসির ক ভিন্স ব রশিদ ৪ ১০ ০ ০
মোসাদ্দেক অপরাজিত ৩৮ ৩৯ ৪ ০
অতিরিক্ত (বা ৪, লেবা ৩, ও ১১) ১৮
মোট (৬ উইকেট, ৫০ ওভার) ২৭৭
উইকেট পতন : ১-৮০ (ইমরুল), ২-১০৬ (তামীম), ৩-১২২ (মাহমুদুল্লাহ), ৪-১৭৬ (সাব্বির), ৫-১৮৪ (সাকিব), ৬-১৯২ (নাসির)
বোলিং : ওকস ৮-০-৬৬-০, বল ৮-০-৪৪-০, প্লাঙ্কেট ৯-০-৫১-০, মঈন ১০-০-৪২-১, স্টোকস ৫-০-২৪-১, রশিদ ১০-০-৪৩-৪
ইংল্যান্ড ইনিংস রান বল ৪ ৬
ভিন্স এলবি ব নাসির ৩২ ৩৭ ৫ ০
বিলিংস ক ইমরুল ব মোসাদ্দেক ৬২ ৬৯ ৪ ১
ডাকেট ক মুশফিক ব শফিউল ৬৩ ৬৮ ৪ ১
বেয়ারস্টো বোল্ড শফিউল ১৫ ১৮ ১ ০
স্টোকস অপরাজিত ৪৭ ৪৮ ১ ২
বাটলার বোল্ড মাশরাফি ২৫ ২৬ ৩ ০
মঈন ক মাহমুদুল্লাহ ব মাশরাফি ১ ৩ ০ ০
ওকস অপরাজিত ২৭ ১৮ ৩ ১
অতিরিক্ত (ও ৬) ৬
মোট (৬ উইকেট, ৪৭.৫ ওভার) ২৭৮
উইকেট পতন : ১-৬৩ (ভিন্স), ২-১২৭ (বিলিংস), ৩-১৭২ (বেয়ারস্টো), ৪-১৭৯ (ডাকেট), ৫-২২৭ (বাটলার), ৬-২৩৬ (মঈন)
বোলিং : মাশরাফি ১০-১-৫১-২, শফিউল ৯.৫-০-৬১-২, সাকিব ৮-০-৪৫-০, তাসকিন ৯-০-৪৬-০, নাসির ৭-০-৫৩-১, মোসাদ্দেক ৪-০-২২-১
ফল : বাংলাদেশ ৪ উইকেটে পরাজিত
ম্যান অব দ্য ম্যাচ : আদিল রশিদ (ইংল্যান্ড)
সিরিজ : ৩ ম্যাচে বাংলাদেশ ২-১ এ পরাজিত
ম্যান অব দ্য সিরিজ : বেন স্টোকস (ইংল্যান্ড)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।