Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আতহার আলীসহ ধারাভাষ্যে তারার মেলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ৮:২৬ পিএম

ওমানের মাসকটে পাপুয়া নিউগিনির বিপক্ষে স্বাগতিক দলের বড় জয়ে রোববার শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট মাঠের লড়াই। বিশ্বকাপ যুদ্ধে প্রতি মূহূর্তের বর্ণনা যারা দেবেন, সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সাবেক তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান। বিশ্বকাপ ধারাভাষ্য প্যানেলে যেন তারার মেলা! ক্রিকেট ধারাভাষ্য জগতের রথী মহারথীরা তো আছেনই, সদ্য ক্রিকেট থেকে বিদায় নেয়া দুই তারকা ক্রিকেটারকেও তালিকায় রেখেছে এবার আইসিসি।

কিংবদন্তীদের সঙ্গে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাবিবরণীতে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেইল স্টেইন ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শেন ওয়াটসন। আইসিসির কোনো বড় আসরে এই প্রথম ধারাভাষ্য দিবেন সাবেক এই দুই ক্রিকেটার। দুজনেরই ফ্রাঞ্চাইজি লিগে ধারাভাষ্য দেয়ার অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশের আতহার আলী খান প্রতিবারের মতো এবারো আছেন বিশ্বকাপের ধারাবিবরণী প্যানেলে। ভারতের কিংবদন্তী সুনীল গাভাস্কারের সঙ্গে আছেন ইংল্যান্ডের কিংবদন্তী মাইকেল অ্যাথারটনসহ আরো অনেকে।

পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নারীদেরও উপস্থিতি রয়েছে। ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন ভারতের আনজুম চোপড়া এবং জনপ্রিয় গ্রিক উপস্থাপক নাটালি জার্মানোস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামিও রয়েছেন ধারাবিবরণী প্যানেলে।

বিশ্বকাপের ২১ জনের ধারাভাষ্য প্যানেল

শেন ওয়াটসন, ডেল স্টেইন, সুনীল গাভাস্কার, ড্যারেন স্যামি, আতহার আলী খান, ইয়ান বিশপ, নাসের হুসাইন, প্রিস্টন মমসেন, এমপুমেলেলো এমবাংওয়া, আনজুম চোপড়া, মার্ক নিকোলাস, নিয়াল ও’ব্রায়েন, হার্শা ভোগলে, ড্যানি মরিসন, রাসেল আর্নল্ড, মাইকেল অ্যাথারটন, নাটালি জার্মানোস, সাইমন ডুল, মুরালি কার্তিক, বাজিদ খান, অ্যালান উইলকিন্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ