Inqilab Logo

শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শেষ হচ্ছে বিশ্বের দীর্ঘতম লকডাউন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ লকডাউন শেষ করতে যাচ্ছে মেলবোর্ন। ২৬২ দিন পর স্বাভাবিক জীবনে ফিরছে অস্ট্রেলিয়ার এ শহরটি। রোববার ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু এই ঘোষণা দেন। অ্যান্ড্রু জানান, আগামী বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা প্রত্যাহার করা হবে। থাকবে না কারফিউ, চলাচলের ওপর কোন নিষেধাজ্ঞাও। তবে বাড়িতে আয়োজন করা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন ১০ জন মানুষ। আর বাইরের আয়োজনে জড়ো হতে পারবেন ১৫ থেকে সর্বোচ্চ ৫০ জন। রাজ্যটিতে পূর্ণাঙ্গ ভ্যাকসিন গ্রহণ ৭০ শতাংশের পৌঁছানোর পরই গৃহীত হলো এ সিদ্ধান্ত। উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাস থেকে ছ’দফায় শহরটিতে জারি করা হয় লকডাউন। কঠোর বিধিনিষেধ মেনে চলছিলেন মেলবোর্নের ৫০ লাখ বাসিন্দা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বের দীর্ঘতম লকডাউন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ