প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্মাতা খিঁজির হায়াত খান এবার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে সিনেমা নির্মাণ করছেন। সিনেমাটির নাম ‘ওরা সাতজন’। ইতোমধ্যে সিনেমাটির শুটিং সিলেটের জৈন্তায় শুরু হয়েছে। সিনেমাটিতে সাতজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিঁজির হায়াত খান, সাফি, শাহরিয়ার ফেরদৌস সজীব, ইমতিয়াজ বর্ষন, নাফিজ আহমেদ, খালিদ মাহবুব তূর্য এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। খিঁজির হায়াত বলেন, অত্যন্ত গরমে কষ্ট করে সবাই শুটিং করছেন। প্রত্যেকে তাদের চরিত্রে এতোটাই মিশে গেছেন যে কষ্টটাকে কষ্ট মনে করছেন না। বরং মুক্তিযুদ্ধের অন্যতম একটি দলিল সৃষ্টিতে সবাই যেন নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, একজন নাগরিক হিসেবে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমার দায়িত্ব কর্তব্য রয়েছে। একজন নির্মাতা হিসেবে মনে করি, পরবর্তী প্রজন্মের জন্য আমার মুক্তিযুদ্ধের এমন একটি দলিল রেখে যাওয়া উচিত, যা পরবর্তী প্রজন্ম দেখে যেন দেশপ্রেম উদ্বুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসও যেন জানতে পারে। সিনেমাটি প্রযোজনা করছে ‘ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ ও ‘কেএইচকে প্রোডাকসন’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।