প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’ তার জীবন বদলে দিয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী ফিবি ডিনেভর। ২০২০ সালের বড়দিনে পিরিয়ড ড্রামাটির যাত্রা শুরু হয়। বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয় সিরিজটি। রাতারাতি স্ট্রিমিং মাধ্যমে সবচেয়ে বেশি দেখা সিরিজের মর্যাদা লাভ করে ‘ব্রিজারটন’; স্বাভাবিকভাবে ফিবির জনপ্রিয়তাও ছড়িয়ে পড়ে। অভিনেত্রী বলেন, আমি অবশ্যই বলব ‘ব্রিজারটন’ আমার জীবন বদলে দিয়েছে। তবে তা শুধু আমার কাজের ওপর নয় বরং আমার যে অভিজ্ঞতা হয়েছে বা যেসব অতুলনীয় মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে: যত শিখেছি সব নিয়ে। ফিবির জন্ম ম্যানচেস্টারে, তার মা স্যালি ডিনোভর, স্যালি ‘করোনেশন স্ট্রিট’ সিরিজে ৩০ বছর স্যালি মেটকাফের ভূমিকায় অভিনয় করেছেন। ফিবি ‘ব্রিজারটন’ সিরিজে ব্রিজারটন পরিবারের চতুর্থ সন্তান ও সবচেয়ে বড় কন্যা ড্যাফনি ব্যাসেটর ভূমিকায় অভিনয় করেছেন। হারপার’স বাজার সাময়িকীকে তিনি এক সাক্ষাতকারে জানান এই সিরিজ থেকে তিনি পেশাগতভাবে অনেক শিখেছেন। কেশোরে বিবিসির ড্রামা সিরিজ ‘ওয়াটারলু রোড’ দিয়ে ফিবির অভিনয় ক্যারিয়ার শুরু হয়। তিনি আরও জানান হুজুগে মাতেন না তিনি এবং বেশি প্রত্যাশা না করে যা সামনে পান তাতেই সন্তুষ্ট থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।