Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয় ভানুশালিকে নিয়ে কটূক্তি করে তোপের মুখে নিকি তাম্বোলি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

অভিনেতা জয় ভানুশালির ভারতের বিনোদন জগতে ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন নিকি তাম্বোলি। গত সপ্তাহান্তে সালমান খান ‘বিগ বস ১৫’র উইকএন্ড কা বার’ পর্বে উপস্থিত হন। এই পর্বে মনোযোগের কেন্দ্রে ছিলেন প্রতীক সেহাজপাল। এই পর্বেই নেটিজেনসহ কয়েকজন তারকা জয় ভানুশালিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ধুয়ে ফেলেন নিকি তাম্বোলিকে। নিকি এর আগে বলেছিলেন, ‘জয় ভানুশালি আবার কে?’ অনুষ্ঠানে নেহা ভাসিন, করণ পাটেল এবং অর্জুন বিজলানি তাদের প্রিয় প্রতিযোগীর নাম জানান। নেহা আর নিকে প্রতীককে সমর্থন জানান। আর অন্য দুজন জয়ের পক্ষ নেন। পক্ষ নিয়ে তর্ক শুরু হয় নিকি প্রতীকের প্রশংসা করেন এবং বলেন,‘জয় আবার কে?’ অর্জুন বিজলানি জবাব দেন, ‘তিনি হলেন ভানুশালি।’ নিকির এহেন আচরণ সহজ ভাবে মেনে নিতে পারেনি নেটিজেনরা। বিনোদন জগতে তার অবদান সবাই জানে, তাই এমন মন্তব্যকে সবাই অবিবেচনাপ্রসূত বলে চিহ্নিত করে। বলরাজ সিয়াল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জয় কে? সত্যি? গুগল কর বোন, তুমি কাজ তুমি দেখনি তার চেয়ে বেশি সে করে ফেলেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিকি তাম্বোলি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ