Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মাটিরাঙ্গা উপজেলা সংবাদদাতা : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক করেছে সেনাবাহিনী। বুধবার ভোর ৫টার দিকে মাটিরাঙ্গার দলদলী এলাকায় এক অভিযান চালিয়ে সেনাবাহিনীর জওয়ানরা দেশীয় তৈরী একটি এলজি ও দুই রাউন্ড এ্যামিনেশনসহ দুই ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি টাক্কল দা ও একাধিক মোবাইল সিম উদ্ধার করে।
আটককৃতরা হলেন, খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান প্রকল্প এলাকার বরেন্দ্র চাকমার ছেলে সনাতন চাকমা ওরফে অর্জুন ( ৪৫) এবং মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা এলাকার জ্যোতিরময় চাকমার ছেলে এলিন চাকমা (২০)।
নিরাপত্তাবাহিনী সুত্রে জানা গেছে বুধবার ভোর ৫টার দিকে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা সেনা জোনের সাপমারা ক্যাম্প কমান্ডার সেকেন্ড লেফটেনেন্ট মো. উইদাদ ইসলাম নিলয়‘র নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহলদল দলদলী মৌজার বীরেন্দ্র পাড়ার ধনী কৃষ্ণ কার্বারীর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা পার্বত্য শান্তিচুক্তি চুক্তিবিরোধী সাম্প্রদায়িক ইউপিডিএফ‘র স্থানীয় চাঁদা কালেক্টর বলে সেনাবহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ